হার্টবিট ডেস্ক
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪ জন। জেলায় করোনা শনাক্তের হার নেমেছে দশমিক ১৯ শতাংশে।
সোমবার (২৫ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। রোববার (২৪ অক্টোবর) জেলায় ৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। ওই দিন ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছিল।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১০টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ২০২০ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে ৩ জন নগরের বাসিন্দা। বাকি একজন রাউজান উপজেলার বাসিন্দা।
চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ ২ হাজার ১৬৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৭৩ হাজার ৯৩২ জন, বাকি ২৮ হাজার ২৩১ জন বিভিন্ন উপজেলার।
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৩২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২১ জন চট্টগ্রাম নগরের, আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৫৯৯ জনের।
Discussion about this post