হার্টবিট ডেস্ক
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে ১ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪ জন। জেলায় করোনা শনাক্তের হার নেমেছে দশমিক ৪০ শতাংশে।
রোববার (২৪ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। শনিবার (২৩ অক্টোবর) জেলায় ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। ওই দিন ভাইরাসে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ৬টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ৯৯১ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে ১ জন নগরের বাসিন্দা। বাকি তিনজনের মধ্যে একজন চন্দনাইশ একজন হাটহাজারীর ও একজন মিরসরাইয়ের বাসিন্দা।
চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ ২ হাজার ১৫৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৭৩ হাজার ৯২৯ জন, বাকি ২৮ হাজার ২৩০ জন বিভিন্ন উপজেলার।
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৩১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২১ জন চট্টগ্রাম নগরের, আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৫৯৮ জনের।
Discussion about this post