হার্টবিট ডেস্ক
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৯৯১টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৪ জনের। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার শূন্য দশমিক ৪০ শতাংশ। এইদিন করোনায় একজন মৃত্যুবরণ করেছে।
রোববার (২৪ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অ্যান্টিজেন টেস্ট সহ ৬টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। আক্রান্ত ৪ জনের মধ্যে ১ জন মহানগর এলাকার এবং ৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ১৫৯ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৩ হাজার ৯২৯ জন এবং উপজেলায় ২৮ হাজার ২৩০ জন। এছাড়া মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩১৮ জনের মধ্যে ৭২১ জন মহানগর এবং ৫৯৮ বিভিন্ন উপজেলার বাসিন্দা।
গত শুক্রবার ১ হাজার ৫১৬টি নমুনা পরীক্ষায় চট্টগ্রামে নতুন করে আরো ১০ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। হিসেবে পরীক্ষাকৃত নমুনায় ০.৬৫ শতাংশের পজিটিভ শনাক্ত হয়েছে এদিন।
শুক্রবার পর্যন্ত সব মিলিয়ে চট্টগ্রামে করোনা সংক্রমিত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ১৫৫ জনে। আক্রান্তদের মাঝে শেষ ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু হয়নি বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। তবে আক্রান্তদের মাঝে এ পর্যন্ত ১ হাজার ৩১৮ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে।
এদিকে, নতুন ১৭ জনসহ এ পর্যন্ত ৮৭ হাজার ২৮৮ রোগী সুস্থ হয়েছেন বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। হিসেবে আক্রান্তদের ৮৫ শতাংশ সুস্থ হয়ে উঠেছেন।
Discussion about this post