হার্টবিট ডেস্ক
পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির কারণে আগামী দশকে কিডনি মহামারি দেখা দিতে পারে বলে সর্তক করেছেন মার্কিন গবেষকরা। গবেষণা অনুযায়ী, তরুণদের মধ্যে আশঙ্কাজনকহারে বাড়ছে কিডনি সমস্যা। এতে সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন শ্রমিকরা।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে একের পর এক দুঃসংবাদ পাচ্ছে বিশ্ববাসী। কোনভাবেই কমানো যাচ্ছেনা বৈশ্বিক উষ্ণতা। এবার আরো উদ্বেগের খবর জানালেন মার্কিন গবেষকরা।
সম্প্রতি গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, পৃথিবীতে যেহারে তাপমাত্রা বাড়ছে এতে আগামী দশকে কিডনি রোগের মহামারি দেখা দিতে পারে বলে সর্তক করেছেন মার্কিন গবেষকরা। তাদের গবেষণায় উঠে আসে এতে সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন শ্রমিকরা। গবেষণা অনুযায়ী, তরুণদের মধ্যে আশঙ্কাজনকহারে বাড়ছে কিডনি সমস্যা। এটি বিকল হয়ে অস্বাভাবিকহারে বাড়ছে মৃত্যুও। যাদের বেশিভাগই কৃষক।
মূলত, দীর্ঘ সময় ধরে সূর্যের আলোয় কাজ করাকেই কিডনি বিকলের কারণ হিসেবে চিহ্নিত করছেন গবেষকরা। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে উত্তর ও দক্ষিণ আমেরিকা, মধ্য প্রাচ্য, আফ্রিকা ও ভারত। গবেষকরা বলছেন, কিডনি বিকলের আগে সাধারণত কোন উপসর্গ দেখা দেয় না।
বেশিরভাগ শ্রমিকই শেষ ধাপে এসে অসুস্থের বিষয়টি বুঝতে পারেন। আর এর কারণে বাড়ছে মৃত্যু। তাপমাত্রা বৃদ্ধির কারণে কিডনির সমস্যা সমাধানে ভবিষ্যতে আরো গবেষণা চালিয়ে যাচ্ছেন বলে জানান তারা।
Discussion about this post