হার্টবিট ডেস্ক
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫১৬টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১০ জনের। এইদিন করোনায় কারও মৃত্যু হয়নি।
এসময়ে ১৪টি উপজেলার মধ্যে আনোয়ারা ও হাটহাজারীতে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।
শনিবার (২৩ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ৯টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার শূন্য দশমিক ৬৫ শতাংশ।
চবি ল্যাবে ১২৮টি নমুনার মধ্যে ৪ জন, বিআইটিআইডি ল্যাবে ৫০৮টি নমুনা পরীক্ষা করে ১ জন, চমেক ল্যাবে ৮৬টি নমুনার মধ্যে ৪ জন, সিভাসু ল্যাবে ২৪টি নমুনার মধ্যে ১ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৬৭টি নমুনার মধ্যে ১ জনের করোনা পজিটিভ পাওয়া যায়।
এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ১৫৫ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৩ হাজার ৯২৮ জন এবং উপজেলা এলাকায় ২৮ হাজার ২২৭ জন। এছাড়া মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩১৮ জনের মধ্যে ৭২১ জন মহানগর এবং ৫৯৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
Discussion about this post