হার্টবিট ডেস্ক
অনেকেই দিনের পর দিন ব্রণের সমস্যায় ভুগছেন। আবার ব্রণ সেরে গেলেও ত্বকের বিশ্রি দাগ অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু ঘরোয়া পদ্ধতিতে সহজেই দূর করা যাবে ব্রণের দাগ।
ব্রণ মূলত বয়ঃসন্ধির সমস্যা। কিন্তু কারও কারও ক্ষেত্রে বয়ঃসন্ধি পার হওয়ার পরেও হানা দিয়ে যায় ত্বকের এই সমস্যা। আর ব্রণের এই সমস্যা কম বেশি অনেকেরই রয়েছে। যা থেকে রীতিমত নাজেহাল হতে হয়। কখনও লুক ঘিরে সমস্যা, কখনও আবার তা থেকে ত্বকের অস্বস্তি।
তৈলাক্ত স্কিন মানেই মুখে ফুসকুড়ি, র্যাশ এসবের সূত্রপাত। নানান চিকিৎসা পদ্ধতির পরেও কোনোভাবেই যেন কমছে না ব্রণের সমস্যা। অবরুদ্ধ ছিদ্র, পিগমেন্টেশন, ব্রণ বা ত্বক সম্পর্কিত অন্য কোনো সমস্যার সমাধান পেতে কিন্তু শুধু চিকিৎসকের পরামর্শ নয়, ঘরোয়াভাবেই সারিয়ে ফেলা যায় এ সমস্যা।
ব্রণের কারণে আমাদের ত্বকে নানারকম দাগ ছোপ হতে দেখা যায়। ব্রণের দাগ দূর করার জন্য আমাদের কত না কাঠখড় পোড়াতে হয়। কিন্তু হাতের কাছেই রয়েছে ব্রণের দাগ দূর করার সহজ এবং ঘরোয়া পদ্ধতি। যাতে নেই কোনো কেমিক্যালের দ্বারা ক্ষতির আশঙ্কা। চলুন জেনে নেওয়া যাক সেই ঘরোয়া পদ্ধতি।
সাধারণত আমরা কলা খাওয়ার পর খোসা ফেলে দিই। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, কলার খোসাই ত্বকের জন্য দারুণ উপকারী। কলার খোসা ছাড়িয়ে নেওয়ার পর খোসার সাদা অংশ মুখে হালকা হাতে ঘষতে হবে। মিনিট পনেরো পরে ঠান্ডা পানি দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিতে হবে। এভাবেই নিয়মিত কলার খোসা ত্বকে ব্যবহার করলেই দূর হবে ব্রণের দাগ।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কলার খোসায় থাকা অ্যান্টি অক্সিডেন্টস ত্বক উজ্জ্বল করার পাশাপাশি ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না। ত্বকের আদ্রতা বজায় রাখতে সাহায্য করে কলার খোসা।
সূত্র: এবিপি আনন্দ
Discussion about this post