হার্টবিট ডেস্ক
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে শনাক্ত ও মৃত্যু আবারো বেড়েছে। শনিবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ২৭৮ জন।
শুক্রবারের বিজ্ঞপ্তিতে ২৩২ জনের শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল অধিদফতর। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ জন। গতকাল মারা গেছেন চার জন।
স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৫৬ জেলায় করোনাতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের মধ্যে ঢাকা বিভাগের ঢাকা মহানগরসহ ঢাকা জেলায় মৃত্যু হয়েছে দুইজনের, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলায় একজন, রাজশাহী বিভাগের রাজশাহী ও পাবনা জেলায় একজন করে, রংপুর বিভাগের নীলফামারীতে একজন, খুলনা বিভাগের কুষ্টিয়া ও যশোর জেলায় একজন করে আর সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় একজনের মৃত্যু হয়েছে।
Discussion about this post