হার্টবিট ডেস্ক
১৪ বছরে এক হাজার কিডনি প্রতিস্থাপন সম্পন্ন করে রেকর্ড গড়েছেন রাজধানীর শ্যামলী সিকেডি অ্যান্ড ইউরোলজি হাসপাতালের প্রতিষ্ঠাতা ও কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কামরুল ইসলাম।
মঙ্গলবার (১৯ অক্টোবর) অধ্যাপক কামরুলের নেতৃত্বে ওই হাসপাতালের সার্জারি টিম এক হাজারতম কিডনি প্রতিস্থাপন সম্পন্ন করেছে। করোনার এই মহামারীর মধ্যে মোট ৩০০ কিডনি প্রতিস্থাপন করেছেন তিনি।
২০০৭ সাল থেকে কিডনি প্রতিস্থাপন করে যাচ্ছেন এই চিকিৎসক। পাবনার ঈশ্বরদীর শহীদ মুক্তিযোদ্ধা মো. আমিনুল ইসলামের ছেলে ডা. কামরুল ইসলাম।
১৯৯০ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে স্বর্ণপদকসহ এমবিবিএস ডিগ্রি লাভ করেন। পরে ১৯৯৫ সালে এফসিপিএস এবং ২০০০ সালে বিএসএমএমইউ থেকে ইউরোলজিতে এমএস ডিগ্রি অর্জন করেন। ২০০৩ সালে ইংল্যান্ডের রয়েল কলেজ থেকে তিনি এফআরসিএস ডিগ্রি অর্জন করেন।
কিডনি ট্রান্সপ্লান্ট বিষয়ে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এই বিশেষজ্ঞ চিকিৎসককে ইউরোলজি সোসাইটি স্বর্ণপদক প্রদান করে।
Discussion about this post