হার্টবিট ডেস্ক
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৮৪টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৬ জনের। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার শূন্য দশমিক ৩৫ শতাংশ।এইদিন করোনায় একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্ট সহ ১২টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।
নতুন আক্রান্ত হওয়া ৬ জনের মধ্যে ২ জন মহানগর এলাকার এবং ৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এছাড়া মৃত্যুবরণকারী ১ জন উপজেলার বাসিন্দা।
এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ১৪২ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৩ হাজার ৯১৭ জন এবং উপজেলা এলাকায় ২৮ হাজার ২২৫ জন। এছাড়া মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩১৭ জনের মধ্যে ৭২১ জন মহানগর এবং ৫৯৬ বিভিন্ন উপজেলার বাসিন্দা।
Discussion about this post