হার্টবিট ডেস্ক
স্বাস্থ্যখাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাদের (ইউএইচওএফপিও) কর্মকাণ্ডের উপর সরকারের ভাবমূর্তি অনেকটা নির্ভর করে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি আরও বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাদের অবদানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন হিরো উপাধি পেয়েছেন। আর করোনায় চিকিৎসকদের সাহসী ভূমিকায় প্রশংসিত হয়েছেন।
আজ বুধবার (২০ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউএইচএফপিও সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, স্বাস্থ্যখাতে লোকবলের সংকট রয়েছে। একটি কাঠামো তৈরি করে প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হয়েছে। শিগগিরিই স্বাস্থ্যখাতে পৌনে পাঁচ লাখ নিয়োগের ব্যবস্থা করা হবে। করোনার মধ্যে ১৫ হাজার চিকিৎসক ও ২০ হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে।
সেবার মানের বিষয়ে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কাজ সন্তোষজনক হলে চিকিৎসকদের সকল দাবি পূরণ করা হবে। অন্য ক্যাডারদের চেয়ে আরও বেশি মূল্যায়ন করা হবে। অনেক চিকিৎসককে পদায়ন দেওয়া হয়েছে, যা অতীতে কখনও হয়নি। এটা অব্যাহত থাকবে। আমার আমলেই চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন হবে।
অভিজ্ঞতার অভাবে শুরুতে কোনো কাজ ভালো ভাবে করা যায় না জানিয়ে তিনি বলেন, অল্প সময়ের ব্যবধানে করোনা নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে বাংলাদেশ। তৃতীয় ঢেউ এড়াতে স্বাস্থ্য সচেতনতার বিকল্প নেই।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সংসদ সদস্য মো. এবাদুল করিম, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএমএ মহাসচিব ডা. ইহতেসাম চৌধুরী, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিশয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সেনাল, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ প্রমুখ।
Discussion about this post