হার্টবিট ডেস্ক
দেশে ডেঙ্গুর সংক্রমণ পরিস্থিতি আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১১২ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রয়েছেন ৯৯ জন এবং ঢাকার বাইরে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ জন।
আজ বুধবার (২০ অক্টোবর) সারা দেশের স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আক্রান্ত রোগীদের ৯৯ জনই ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৭৬৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। ভর্তি রোগীর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৫৯৩ জন ও ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ১৭৫ জন চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানায়, এ বছরে এখন পর্যন্ত ৮৩ জনের মৃত্যু হয়েছে। এদিকে এ বছরে ১ জানুয়ারি থেকে ২০ অক্টোবর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ২১ হাজার ৮৩৭ জন। তবে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২০ হাজার ৯৮৬ জন।
Discussion about this post