হার্টবিট ডেস্ক
সারাদেশে অনেকাংশেই কমে এসেছে করোনার সংক্রমণ। দিন দিন কমছে মৃতের সংখ্যাও। গেল ২৪ ঘণ্টায় সারা দেশে প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন ৭ জন।তবে আশার খবর হচ্ছে মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ৮ বিভাগের মধ্যে চার বিভাগে করোনায় কেউ মারা যায়নি।
বিভাগ চারটি হলো- রাজশাহী, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ। মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী- এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৮৫ জনে। তাদের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৩ জন, চট্টগ্রামে ২ জন, রংপুর ও খুলনা বিভাগে একজন করে মারা যান। ঢাকা বিভাগে এ পর্যন্ত মারা গেছেন ১২ হাজার ১১৯ জন। এরপরে রয়েছে চট্টগ্রাম বিভাগ। এই বিভাগে এ পর্যন্ত মারা গেছেন ৫ হাজার ৬৩৭ জন।
দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৪৬৯ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৬৬ হাজার ২৯৬ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২১ হাজার ৩০৮ জনের। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২ দশমিক ২০ শতাংশ। সুস্থ হয়েছেন আরও ৬৯৭ জন। মোট সুস্থ ১৫ লাখ ২৯ হাজার ৬৮ জন।
এর আগে সোমবার (১৮ অক্টোবর) সারা দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা যায় ১০ জন। করোনা শনাক্ত হয় ৩৩৯ জনের দেহে।
Discussion about this post