হার্টবিট ডেস্ক
গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে মারা গেছেন আরও ৭ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৮৫ জনে। মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৪৬৯ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৬৬ হাজার ২৯৬ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২১ হাজার ৩০৮ জনের। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২ দশমিক ২০ শতাংশ। সুস্থ হয়েছেন আরও ৬৯৭ জন। মোট সুস্থ ১৫ লাখ ২৯ হাজার ৬৮ জন।
এর আগে সোমবার (১৮ অক্টোবর) সারা দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা যায় ১০ জন। করোনা শনাক্ত হয় ৩৩৯ জনের দেহে।
এদিকে, বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, করোনায় এখন পর্যন্ত সংক্রমণ ছাড়িয়েছে ২৪ কোটি ১৮ লাখ ৫৯ হাজার ৯২১ জন ও মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ লাখ ২০ হাজার ১৭০ জনে। আর সুস্থ হয়েছেন ২১ কোটি ৯১ লাখ ৮৫ হাজার ২০৫ জন মানুষ।
মঙ্গলবার (১৯ অক্টোবর) পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু কমেছে। এ সময় মৃত্যু হয়েছে ৪ হাজার ৮৫৩ জনের, শনাক্ত হয়েছে ৩ লাখ ৩৫ হাজার ৯৩০ জন।
Discussion about this post