হার্টবিট ডেস্ক
১৫০টি দেশে ১০০ কোটি করোনার প্রতিষেধক টিকা রফতানি করেছে ইউরোপীয় ইউনিয়ন- ইইউ। গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত জাপান, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও ব্রিটেনেও ভ্যাকসিন সরবরাহ করা হয়। সোমবার এমন তথ্য জানিয়েছেন ইইউ’র প্রধান নির্বাহী উরসুলা ভন ডার লেন।
ইইউকে বিশ্বের অন্যতম টিকা রফতানিকারক হিসেবে দাবি করেন উরসুলা। মহামারি মোকাবিলায় করোনায় বিপর্যস্ত মধ্যম এবং নিম্ন আয়ের দেশগুলোকে আরও ৫০ কোটি ডোজ সরবরাহের ঘোষণা দিয়েছেন তিনি।
তবে অন্যান্য সামর্থ্যবান দেশগুলোকেও টিকা বিতরণে এগিয়ে আশার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মহামারীকে জয় করার এটিই এখন পর্যন্ত একমাত্র উপায়’।
২০১৯ সালের ডিসেম্বরে শুরু হওয়া করোনায় কাবু গোটা দুনিয়া। ভাইরাস মোকাবিলায় বিশ্বজুড়ে টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে টিকা দেওয়ার হারে এখনও পিছিয়ে আফ্রিকাসহ অনেক দেশ।
Discussion about this post