হার্টবিট ডেস্ক
কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে দেশে তৈরি বঙ্গভ্যাক্স টিকা শতভাগ কার্যকর বলে দাবি করেছে উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড। তারা বলছেন, এ টিকার কার্যকারিতা নিয়ে বানরের শরীরে পরীক্ষামূলক প্রয়োগে কার্যকারিতার প্রমাণ মিলেছে।
সোমবার (১৮ অক্টোবর) প্রতিষ্ঠানটির কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ১ আগস্ট থেকে বানরের ওপর শুরু হওয়া এনিমেল ট্রায়াল শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার (২১ অক্টোবর)। এরপর আগামী সপ্তাহের দিকে ট্রায়ালের বিস্তারিত প্রতিবেদন বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (বিএমআরসি) কাছে হস্তান্তর করতে পারব বলে আশা করছি।
ড. মহিউদ্দিন জানান, ডেল্টাসহ বিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের ১১টি ভ্যারিয়েন্টের সিকোয়েন্স অ্যানালাইসিস করে টিকার সিকোয়েন্স মিলিয়ে দেখেছি। এতে দেখা গেছে, প্রতিটি ভ্যারিয়েন্টের ক্ষেত্রেই বঙ্গভ্যাক্স কার্যকর। যার প্রমাণ মিলেছে বানরের শরীরে পরীক্ষার ক্ষেত্রেও। প্রাথমিক ফলাফলে আমাদের টিকা বানরের শরীরে নিরাপদ এবং কার্যকর অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম বলে প্রমাণ পাওয়া গেছে।
গ্লোব বায়োটেকের এ কর্মকর্তা আরও বলেন, বঙ্গভ্যাক্স টিকা বিশ্বকে করোনা সংকট থেকে উদ্ধার করবে বলে আশা করি। আমাদের টিকার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, এর ১টি ডোজেই এনিমেল ট্রায়ালে কার্যকর অ্যান্টিবডি পাওয়া গেছে। এটি মানবদেহেও একইভাবে কাজ করবে বলে আশাবাদী। তাই আমরা যদি এ টিকা মানবদেহে পরীক্ষা শেষে বাজারে নিয়ে আসতে পারি, তাহলে সারা বিশ্বে ডেল্টাসহ করোনার অন্যান্য ভ্যারিয়েন্টের যে মহামারি চলছে সেটা থেকে মুক্তি মিলবে।
Discussion about this post