হার্টবিট ডেস্ক
বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার কমে এলেও এখনো এই ধারা অব্যাহত আছে। এখন পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসটি শনাক্ত হয়েছে মোট ২৪ কোটি ১৪ লাখের বেশি মানুষের দেহে। এতে প্রাণ হারিয়েছেন ৪৯ লাখ ১৪ হাজারের অধিক করোনা রোগী।
আজ সোমবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১০টা পর্যন্ত আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।
ওয়েবসাইটটি জানিয়েছে, বিশ্বে এখন পর্যন্ত মোট ২৪ কোটি ১৪ লাখ ৮৫ হাজার ৬৯৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৪৯ লাখ ১৪ হাজার ৩৩৬ জন। তবে ভাইরাসটি থেকে সুস্থ হওয়া মানুষের সংখ্যাও কম নয়। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন মোট ২১ কোটি ৮৭ লাখ ২২ হাজার ২৬১ জন।
তবে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা সম্পর্কিত রিসোর্স সেন্টারের তথ্যমতে, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২৪ কোটি ৬ লাখ ৮০ হাজার ৩৬৫ জন। আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৪৮ লাখ ৯৮ হাজার ৬৬৮ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশেটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন চার কোটি ৫৭ লাখ ৯২ হাজার ৫৩২ জন। মৃত্যু হয়েছে সাত লাখ ৪৪ হাজার ৫৪৬ জনের।
এরপরই রয়েছে ভারত। গত কয়েকদিন ধরে দেশটিতে দৈনিক সংক্রমণের সংখ্যা বিশ্বে সর্বোচ্চ হলেও এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে তিন কোটি ৪০ লাখ ৮১ হাজার ৩১৫ জনের শরীরে। মৃত্যু হয়েছে চার লাখ ৫২ হাজার ৩২১ জনের।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে দুই কোটি ১৬ লাখ ৪৪ হাজার ৪৬৪ জন। মৃত্যু হয়েছে ছয় লাখ তিন হাজার ৩২৪ জনের।
এদিকে সংক্রমণ ও মৃত্যুর তালিকায় বাংলাদেশের অবস্থান ২৯তম। দেশে এখন পর্যন্ত ১৫ লাখ ৬০ হাজার ৮১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২৭ হাজার ৬৪৭ জনের। সেরে উঠেছেন ১৫ লাখ ৮১ হাজার ৫৪৩ জন।
Discussion about this post