হার্টবিট ডেস্ক
দেশের বিভিন্ন স্বাস্থ্য শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত নয় চিকিৎসককে সহকারী অধ্যাপক পদে পদায়ন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আজ রোববার (১৪ অক্টোবর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ অধিশাখার উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৫ মে ২০২১ তারিখের ০৫.০০.০০০.১৪৬.৪৫.০২৫.১৮.১৯৮ নং স্মারকে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন মেডিকেল কলেজের বেসিক সাবজেক্টসমূহের বিদ্যমান শূন্য পদ পূরণ করে একাডেমিক কার্যক্রম চলমান রাখার জন্য বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে সহকারী অধ্যাপকের চলতি দায়িত্ব প্রদানপূর্বক পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো।’
পদায়ন পাওয়া চিকিৎসকরা হলেন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ অ্যানাটমি বিভাগের লেকচারার ডা. শাকিলা ইসলাম ও বায়োকেমিস্ট্রি বিভাগের লেকচারার ডা. সুরাইয়া আকতার জাহান, চট্টগ্রাম মেডিকেল কলেজের ডা. নারায়ণ চন্দ্র দাশ, শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজের ডা. নাসরিন সুলতানা ও ডা. মোসা. নাজমা খাতুন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ডা. সৈয়দ মুহিবুর রহমান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ডা. রেজওয়ানা পারভীন, ময়মনসিংহ মেডিকেল কলেজের ডা. সুলতানা শবনম নীলা ও মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজের ডা. মো. নাজমুল হুদা।
এতে আরও বলা হয়েছে, ‘বদলিকৃত কর্মকর্তারা আগামী তিন কর্মদিবসের মধ্যে বদলি ও পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন অন্যথায় চতুর্থ কর্মদিবসের মধ্যে স্টান্ড রিলিজ বলে গণ্য হবেন।’
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ‘বদলিকৃত কর্মকর্তারা অবমুক্তির সময় বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ করবেন এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুভআউট হবেন ও যোগদানের পর বদলিকৃত কর্মস্থলে মুভইন হবেন।’
Discussion about this post