হার্টবিট ডেস্ক
দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৬ কোটি ৯৫ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ। এর মধ্যে ৫ কোটি ৬৯ লাখ ৭২ হাজার ৩০৫ ডোজ টিকা দেওয়া হয়েছে। টিকা মজুত আছে ১ কোটি ২৫ লাখ ৯৮ হাজার ১১২ ডোজ। এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩ কোটি ৮০ লাখ ৪৬ হাজার ৫৫৪ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৮৯ লাখ ২৫ হাজার ৭৫১ জন। শনিবার (১৬ অক্টোবর) দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ৪ লাখ ৭২ হাজার ৭৫০ ডোজ টিকা।
এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা। শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য মতে,গতকাল অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩০ হাজার ৩১১ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৪৭১ জনকে।
পাশাপাশি গতকাল ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ২১ হাজার ৪৬৬ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩২ জনকে।
এছাড়া সিনোফার্মের টিকা গতকাল প্রথম ডোজ নিয়েছেন দুই লাখ ৪৮ হাজার ২৩৬ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ৭২ হাজার ২১১ জন।
মডার্নার টিকা গতকাল প্রথম ডোজ নিয়েছেন ১০ জন এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১৩ জনকে। এছাড়া এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৫ কোটি ৪৩ লাখ ৩৫ হাজার ৭৩৪ জন।
Discussion about this post