হার্টবিট ডেস্ক
খুব শিগগিরই ঢাকায় আসছে ভারতের সেরাম ইনস্টিটিউটের আরও ১০ লাখ কোভিশিল্ড টিকা। ভারতের একটি কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, ভারত সরকার বাংলাদেশ, নেপাল, মিয়ানমার ও ইরান প্রতিটি দেশকে ১০ লাখ করে টিকা সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে।
গত ৯ অক্টোবর বেক্সিমকোর মাধ্যমে কেনা ১০ লাখ টিকা ভারত থেকে ঢাকায় আসে। এ নিয়ে দেশে ভারত থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার মোট টিকা এসেছে ১ কোটি ১৩ লাখ।
এর মধ্যে ভারতের উপহারের টিকা ছিল ৩৩ লাখ। আর ভারত থেকে কেনা টিকা এসেছে ৮০ লাখ।
চলতি বছর ২৫ জানুয়ারি ভারত থেকে কেনা ৫০ লাখ টিকার প্রথম চালান দেশে আসে। ২৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ও ৯ অক্টোবর তৃতীয় চালান ভারত থেকে কেনা টিকা আসে। এখন পর্যন্ত মোট ৮০ লাখ কেনা টিকার চালান এসেছে ভারত থেকে।
Discussion about this post