হার্টবিট ডেস্ক
করোনা মহামারির ১৮ মাস পর দেশে করোনার নমুনা পরীক্ষা ১ কোটি পার হলো। বুধবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২১ হাজার ৯৮৬টি আর নমুনা পরীক্ষা হয়েছে ২২ হাজার ১৫৩টি।
এ নিয়ে করোনার মোট নমুনা পরীক্ষা হলো এক কোটি ২০ হাজার ৬৯৭টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৭৩ লাখ ৪৯ হাজার ৭৩৯টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২৬ লাখ ৭০ হাজার ৯৫৮টি।
দেশে বর্তমানে র্যাপিড অ্যান্টিজেন এবং জিনএক্সপার্টসহ করোনার মোট নমুনা পরীক্ষা হচ্ছে ৮২৮টি পরীক্ষাগারে। এর মধ্যে আরটি-পিসিআরের মাধ্যমে পরীক্ষা হচ্ছে মোট ১৪৯টি পরীক্ষাগারে, যার মধ্যে সরকারি পরীক্ষাগার রয়েছে ৫৬টি এবং বেসরকারি পরীক্ষাগার রয়েছে ৯৩টি।
অপরদিকে, জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে পরীক্ষা হচ্ছে মোট ৫৬টি পরীক্ষাগারে, এর মধ্যে সরকারিভাবে ৫৩টি আর বেসরকারিভাবে পরীক্ষাগার রয়েছে তিনটি। সেই সঙ্গে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা হচ্ছে মোট ৬২৩টি পরীক্ষাগারে। এর মধ্যে সরকারিভাবে পরীক্ষা হচ্ছে ৫৪৫টি পরীক্ষাগারে আর বেসরকারিভাবে পরীক্ষা হচ্ছে ৭৮টি পরীক্ষাগারে।
দেশে ২০২০ সালের মার্চে করোনার প্রাদুর্ভাব যখন শুরু হয় সরকারের একটি মাত্র ল্যাব রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) করোনার নমুনা পরীক্ষা হতো।
Discussion about this post