হার্টবিট ডেস্ক
দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসায় খরচের জন্য গণস্বাস্থ্য কেন্দ্রকে ৫ লাখ টাকা অনুদান দিয়েছে ব্যাংক এশিয়া। ব্যাংকটির করপোরেট সোস্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) তহবিল থেকে এ অনুদান দেওয়া হয়েছে বলে জানা যায়।
মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে এসে ডা. জাফরুল্লাহ চৌধুরীর হাতে চেক হস্তান্তর করেন ব্যাংক এশিয়ার কর্মকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ক্রেডিট অফিসার সাইফুজ্জামান, ভাইস প্রেসিডেন্ট মো. আশরাফ হোসেন, এক্সিকিউটিভ অফিসার ফয়সল ইসলাম, গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের সমন্বয়কারী ডা. মুহিব উল্লাহ খোন্দকার, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু ও গ্রুপ ফাইন্যান্স ডিরেক্টর মীর আব্দুল নকীব।
করোনা মহামারির মধ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের দরিদ্র মানুষের চিকিৎসা সেবায় এগিয়ে এসে কর্তব্য পালনের জন্য ব্যাংক এশিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান ডা. জাফরুল্লাহ চৌধুরী। দেশের অন্যান্য ব্যাংক, বীমা ও ধনাঢ্য ব্যক্তিদেরকেও মানবতার সেবায় এগিয়ে আসারও আহ্বান জানান।
Discussion about this post