হার্টবিট ডেস্ক
সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত দুদিনে ৫ জন রোগী মারা গেছেন। তাদের মধ্যে গতকাল রোববার (১০ অক্টোবর) ৩ জন এবং আজ সোমবার (১১ অক্টোবর) ২ জনের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮ জনে।
এই ৭৮ জনের মধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৪ জন, সেপ্টেম্বরে ২৩ জন এবং ১১ অক্টোবর পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়।
আজ সোমবার মারা যাওয়া ২ জনের মধ্যে একজনের বয়স ১১ থেকে ২০ এবং অন্যজনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে।
গতকাল রোববার মারা যাওয়া ৩ জনের বয়স ১১ থেকে ২০, ৩১ থেকে ৪০ এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে।
আজ সোমবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
Discussion about this post