হার্টবিট ডেস্ক
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু হয়নি। তবে এ সময়ে করোনা আক্রান্ত হয়েছেন ১১ জন। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ২৫ জনে।
সোমবার (১১ অক্টোবর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৭১৯ জনের নমুনা পরীক্ষায় ১১ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার হয় প্রায় শূন্য দশমিক ৭ শতাংশ। আবার আক্রান্তদের মধ্যে নগরের আটজন এবং উপজেলার তিনজন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে দুইজন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে একজন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে তিনজন ও শেভরণ হাসপাতাল ল্যাবে দুইজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। একই চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে দুইজন এবং মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
Discussion about this post