হার্টবিট ডেস্ক
গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে দেশে মারা গেছেন আরও ১১ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৯৯ জনে। নতুন মারা যাওয়াদের মধ্যে নারীর সংখ্যা পুরুষের তুলনায় প্রায় ৪ গুণ বেশি। এই ২৪ ঘণ্টায় ৯ জন নারী করোনায় মারা গেছেন। অন্যদিকে পুরুষ মারা গেছেন ২ জন।
সোমবার (১১ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে মহামারি করোনার প্রকোপ শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ৯ হাজার ৯৪৯ জন নারী মারা গেছেন। অন্যদিকে পুরুষ মারা গেছেন ১৭ হাজার ৭৫০ জন।
এর আগেও গতকাল রোববার (১০ অক্টোবর) পুরুষের তুলনায় নারীর মৃত্যু বেশি হয়। এদিন ২৪ ঘণ্টায় ১১ জন নারী ও ৩ জন পুরুষের মৃত্যু হয়।
সর্বশেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩ জন করে ৪১ থেকে ৫০ ও ৫১ থেকে ৬০ বছর বয়সীরা মারা গেছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭ জন মারা গেছেন। ঢাকা বিভাগে এ পর্যন্ত মারা গেছেন ১২ হাজার ৭৫ জন। এরপরে রয়েছে চট্টগ্রাম বিভাগ। এই বিভাগে এ পর্যন্ত মারা গেছেন ৫ হাজার ৬২০ জন।
এদিকে, দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৫৯৯ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৬২ হাজার ৯৫৮ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ১৯৬ জনের। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২ দশমিক ৫৮ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৬৩৪ জন। মোট সুস্থ ১৫ লাখ ২৪ হাজার ৪৬৭ জন।
এর আগে রোববার (১০ অক্টোবর) সারা দেশে করোনায় মারা যান আরও ১৪ জন। এছাড়া করোনা শনাক্ত হয়েছে আরও ৪৮১ জনের দেহে।
Discussion about this post