হার্টবিট ডেস্ক
করোনা মহামারি মোকাবিলায় বিশ্বের স্বল্প আয়ের দেশগুলোকে ১০০ কোটি ডোজ টিকা দেবে মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্না।
কোভ্যাক্সের আওতায় আগামী বছরের মধ্যেই এই টিকা দেয়া হবে বলে জানা গেছে। ২০২২ সালের মধ্যে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি কমপক্ষে ৩০০ কোটি ডোজ টিকা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
মডার্নার সিইও স্টেফেন ব্যানসেল জানান, বিশ্বে এখন পর্যন্ত ২৫ কোটি মানুষ মডার্নার টিকা পেয়েছে। তবে এখনও বিশ্বের বিভিন্ন অঞ্চলে সমতার ভিত্তিতে টিকা নিশ্চিত করা সম্ভব হয়নি। তাই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে প্রতিষ্ঠানটি আফ্রিকায় করোনা টিকা তৈরির কারখানা নির্মাণের ঘোষণা দিয়েছে। এই কেন্দ্রে প্রতি বছর ৫০ কোটি ডোজ টিকা উৎপাদন সম্ভব।
Discussion about this post