হার্টবিট ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের উদ্যোগ ও নির্দেশনায় সফলভাবে সম্পন্ন হয়েছে হায়দার আলী নামে এক রোগীর কিডনি প্রতিস্থাপন।
আজ শনিবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগে ৫৬৩তম এ সফল অস্ত্রোপচার হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন বিএসএমএমইউ’র জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত মজুমদার।
তিনি বলেন, ‘করোনা পরিস্থিতি ও নানা ধরনের জটিলতার কারণে মহতী এই সেবা কার্যক্রম দীর্ঘদিন বন্ধ ছিল। বর্তমানে ইউরোলজি বিভাগের অনান্য চিকিৎসাসেবা কার্যক্রমও চালু রয়েছে। কিডনি প্রতিস্থাপনের পর রোগী হায়দার আলী এবং কিডনি দাতা আব্দুর রশিদ সুস্থ আছেন। এ অস্ত্রোপচার কার্যক্রমে অংশগ্রহণ করেন বিএসএমএমইউ ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, অধ্যাপক ডা. তৌহিদ মো. সাইফুল হোসেন দিপু, সহযোগী অধ্যাপক ডা. মো. ফারুক হোসেন।’
Discussion about this post