হার্টবিট ডেস্ক
রাজধানী ঢাকা সহ সারাদেশে দেশি-বিদেশি তামাক কোম্পানিগুলোর অবৈধ বিজ্ঞাপন বন্ধের দাবি জানিয়েছে মাদকবিরোধী সংগঠন প্রত্যাশা ও তামাকবিরোধী সংগঠন ডব্লিউবিবি ট্রাস্ট, এইড ফাউন্ডেশন ও বাংলাদেশ তামাকবিরোধী জোট।
শনিবার (৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশি-বিদেশি তামাক কোম্পানির অবৈধ বিজ্ঞাপন বন্ধসহ কোম্পানিগুলোর আগ্রাসন প্রতিহত করতে ধূমপানবিরোধী মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।
বাংলাদেশ তামাকবিরোধী জোটের সমন্বয়কারী ৯ অক্টোবরকে রাষ্ট্রীয়ভাবে ‘জাতীয় তামাকমুক্ত দিবস’ পালনের জন্য জোর দাবি জানান।
ডব্লিউবিবি ট্রাস্টের প্রোগ্রাম অফিসার সৈয়দা অনন্যা রহমানের সঞ্চালনায় এবং প্রত্যাশা মাদকবিরোধী সংগঠনের সাধারণ সম্পাদক হেলাল আহমেদের সভাপতিত্বে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সমমনা তামাকবিরোধী সংগঠন, যুব ও সমাজসেবা অধিদপ্তরের তালিকাভুক্ত সংগঠন, লিও ক্লাব অব ওয়েসিস এবং ব্যবসায়ীসহ প্রায় শতাধিক লোক নানা ধরন ও রঙের ধূমপান বিরোধী স্লোগান সম্বলিত ফেস্টুন-ব্যানার-প্ল্যাকার্ড ও টি-শার্টসহ এতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা জরুরিভিত্তিতে তামাক কোম্পানিগুলোর নীতিনির্ধারণী পর্যায়ে হস্তক্ষেপ বন্ধ এবং অবৈধ বিজ্ঞাপন প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ করতে রাজধানীসহ সারাদেশে মোবাইল কোর্ট পরিচালনার দাবি জানান।
সভাপতির বক্তব্যে হেলাল আহমেদ বলেন, রাজধানীর পাড়া-মহল্লার অলিগলিসহ প্রধান সড়ক ও ফুটপাত দখল করে ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো, জাপান টোব্যাকো ও দেশীয় তামাক কোম্পানিগুলো হাজার হাজার পয়েন্ট অব সেল বা ছোট ছোট বিড়ি-সিগারেটের টং দোকান স্থাপন করে যান চলাচলই শুধু বাধাগ্রস্ত করছে না, সেখানে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইনের চরম লঙ্ঘন করে তামাকের বিজ্ঞাপন প্রচার করছে। জনস্বার্থ ও নতুন প্রজন্মের সুস্বাস্থ্যের কথা বিবেচনা করে অবিলম্বে তামাক কোম্পানির অবৈধ এই কর্মকাণ্ড বন্ধে কার্যকরী ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
Discussion about this post