হার্টবিট ডেস্ক
দীর্ঘ সাত মাস পরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে সাতজনের। এর আগে গত ১১ মার্চ ছয় জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। সেই সঙ্গে মৃত্যুও নেমে এলো ১০ এর নিচে।
শুক্রবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগের মধ্যে পাঁচ বিভাগেই করোনাতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। যে সাতজনের মৃত্যু হয়েছে তার মধ্যে ঢাকা আর চট্টগ্রাম বিভাগের আছেন তিনজন করে আর রংপুরে একজন।
বাকি পাঁচটি বিভাগ- রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগে করোনাতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি।
ডেল্টার তাণ্ডবের পর গত ২৩ সেপ্টেম্বর দেশে প্রথমবারের মতো তিন বিভাগে করোনাতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি বলে জানায় স্বাস্থ্য অধিদফতর। সেদিন ২৪ জনের মৃত্যুর কথা জানিয়ে অধিদফতর বলে, দেশের আট বিভাগের মধ্যে রাজশাহী, বরিশাল এবং ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি।
এরপর থেকে প্রায় প্রতিদিনই কোনও না কোনও বিভাগ করোনাতে আক্রান্ত হয়ে মৃত্যুহীন থাকছে। তিন বিভাগ থেকে মৃত্যুহীন বিভাগের তালিকা বেড়ে চার সংখ্যায় উন্নীত হয় গত ২৯ সেপ্টেম্বর। সেদিন ১৭ জনের মৃত্যুর কথা জানায় অধিদফতর। সেদিনই প্রথম চার মাস পর করোনাতে মৃত্যু ২০ এর নিচে নেমে আসে। সেই সঙ্গে বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ-এ চার বিভাগে করোনাতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
Discussion about this post