হার্টবিট ডেস্ক
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশকেমানুষের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে । আজ শুক্রবার( ৮ অক্টোবর ) কাউন্সিলের অধিবেশনে এ সংক্রান্ত প্রস্তাব পাশ হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
কাউন্সিলে এ সংক্রান্ত প্রস্তাবটি উত্থাপন করেছিল কোস্টারিকা, মালদ্বীপ, মরক্কো, স্লোভেনিয়া ও সুইজারল্যান্ড। প্রস্তাবের পক্ষ থেকে ভোট দিয়েছে ৪৩টি দেশ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে, বায়ু দূষণ ও রাসায়নিক প্রভাবের মতো পরিবেশগত ঝুঁকিগুলোর কারণে বছরে এক কোটি ৩৭ লাখ মানুষের মৃত্যু হয়।
কোস্টারিকার দূত কাতালিনা দেভানদাস আগুইলার জানিয়েছেন, এই সিদ্ধান্ত ‘বিশ্বসম্প্রদায়ের কাছে একটি শক্তিশালী বার্তা দেবে যে, তারা জলবায়ু সমস্যা নিয়ে যে লড়াই করছে তাতে তারা আর একা নয়।’
Discussion about this post