হার্টবিট ডেস্ক
করোনায় দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর দেশের সব মেডিকেল কলেজে ১ম, ২য় ও ৫ম বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হয়েছে। করোনার সংক্রমণ ও মৃত্যু ক্রমেই স্বাভাবিকতায় চলে আসায় দ্রুতই মেডিকেলের অন্যান্য বর্ষের ক্লাসও শুরু হবে।
ক্লাসের বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন ডা. শাহরিয়ার নবী বলেন, ‘ক্লাস চালুর বিষয়টি মন্ত্রণালয়ের হাতে। এ বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের কথা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী মহোদয় জাতিসংঘের অধিবেশনে যোগদানের জন্য দেশের বাইরে ছিলেন। এখন তিনি দেশে ফিরেছেন। এরই মধ্যে একটি সিদ্ধান্ত আসবে এবং আশা করা যায়, খুব দ্রুতই মেডিকেল কলেজ সম্পূর্ণভাবে খুলে দেওয়া হবে।’
এর আগে গত ১৩ সেপ্টেম্বর দেশের সব মেডিকেল কলেজে সশরীরে ক্লাস শুরু হয়। প্রথম দিনে একসঙ্গে সব বর্ষের ক্লাস শুরু না হলেও ধাপে ধাপে শুরু হবে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
Discussion about this post