হার্টবিট ডেস্ক
সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৬৩৫ জনে।
২১ জনের মধ্যে পুরুষ ৯ জন ও নারী ১২ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ১৯ জন, বেসরকারি হাসপাতালে একজন ও বাসায় একজনের মৃত্যু হয়। মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।
এই সময়ে নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৭০৩ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৬০ হাজার ১৫৫ জন।
বুধবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি-বেসরকারি ৮২১টি ল্যাবরেটরিতে ২৪ হাজার ৩৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট ৯৮ লাখ ৬৯ হাজার ২৯৩টি নমুনা পরীক্ষা করা হলো।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২ দশমিক ৮৮ শতাংশ। দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। বুধবার পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষার ভিত্তিতে শনাক্তকৃত রোগীর হার ১৫ দশমিক ৮১ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৮১৭ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ২১ হাজার ১১৩ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৫০ শতাংশ।
২৪ ঘণ্টায় মৃত ২১ জনের মধ্যে দশোর্ধ্ব একজন, বিশোর্ধ্ব দুইজন, ত্রিশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব ছয়জন, ষাটোর্ধ্ব দুইজন, সত্তরোর্ধ্ব একজন, আশি-ঊর্ধ্ব একজন ও ৯০ বছরের বেশি বয়সী দুইজন রয়েছেন।
বিভাগওয়ারি হিসাবে দেখা গেছে, ২১ জনের মধ্যে ঢাকা বিভাগে আটজন, চট্টগ্রামে আটজন, খুলনায় দুইজন, সিলেটে একজন ও রংপুর বিভাগে দুইজনের মৃত্যু হয়।
Discussion about this post