হার্টবিট ডেস্ক
গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন। তাদের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের আছেন আট জন করে। খুলনা ও রংপুর বিভাগের দুই জন করে এবং সিলেট বিভাগের আছেন একজন।
দেশের আট বিভাগের বাকি তিন বিভাগে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এ তিন বিভাগ হচ্ছে, রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ।
দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ২৭ হাজার ৬৩৫ জন। তাদের মধ্যে সবচেয়ে বেশি রোগীর মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, ১২ হাজার ৪৫ জন। এরপর রয়েছে চট্টগ্রাম বিভাগ; এ বিভাগে মারা গেছেন পাঁচ হাজার ৬০৭ জন।
খুলনা বিভাগে মারা গেছেন তিন হাজার ৫৬৯ জন। এরপর রয়েছে রাজশাহী বিভাগ। এ বিভাগে মারা গেছেন দুই হাজার ২৯ জন। রংপুর বিভাগে মারা গেছেন এক হাজার ৩৫৬ জন, সিলেট বিভাগে এক হাজার ২৫৭ জন, বরিশাল বিভাগে ৯৩৭ জন এবং ময়মনসিংহ বিভাগে মারা গেছেন ৮৩৫ জন।
Discussion about this post