হার্টবিট ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জরায়ু ক্যানসার নির্ণয়ে এইচপিভি ল্যাব উদ্বোধন করা হয়েছে। বুধবার (৬ অক্টোবর) বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের এফ ব্লকে এ ল্যাবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
এ সময় তিনি বলেন, জরায়ু মুখ ক্যানসার বাংলাদেশে নারীদের ক্যানসারজনিত মৃত্যুর অন্যতম কারণ। এ ক্যানসার প্রতিরোধে এইচপিভি ডিএনএ টেস্টের ভূমিকা অনস্বীকার্য। নারীদের সুস্বাস্থ্য নিশ্চিত করা ও নারীদের মৃত্যুর হার কমিয়ে আনা, নারীদের জরায়ু মুখ ক্যানসারের ঝুঁকি কমানোর উদ্দেশে এইচপিভি ল্যাবের উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, বিশ্বব্যাপী সেরিব্রাল পালসি বা সিপিতে আক্রান্ত শিশু ও ব্যক্তিবর্গের অধিকার, সমাজে গ্রহণযোগ্যতা বা সহজ প্রবেশাধিকার এবং সমান সুযোগ সুবিধা আদায় আন্দোলনের অংশ হিসেবে প্রতি বছর সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও পালিত হয় বিশ্ব সেরিব্রাল পালসি (সিপি) দিবস। দিবসর এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘আমাদের অঙ্গীকার, থাকবে না আর জরায়ু-মুখ ও স্তন ক্যানসার, নিরাপদে থাকবে নারী, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ি’।
Discussion about this post