হার্টবিট ডেস্ক
আগামী সপ্তাহের মধ্যেই ভারতের নিজস্ব উদ্ভাবিত করোনা টিকা ‘কোভ্যাক্সিন’কে অনুমোদন দিতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে জানানো হয়, সংস্থাটির মূখ্য গবেষক এবং স্বাধীন করোনা বিশেষজ্ঞরা আগামী সপ্তাহে এ ইস্যুতে বৈঠকে বসবেন।
বিশ্বব্যাপী টিকাটির অনুমোদন নিশ্চিতে ২৭ সেপ্টেম্বর আবেদন জানিয়েছিলো উৎপাদক সংস্থা- ভারত বায়োটেক। তাদের দাবি, তৃতীয় দফার ট্রায়াল শেষে করোনা প্রতিরোধে ৭৭ শতাংশের বেশি কার্যকর প্রমাণিত হয়েছে কোভ্যাক্সিন। কিন্তু টিকাটি মানবশরীরের জন্য কতোটা ঝুঁকিপূর্ণ বা সুরক্ষিত- তা যাচাইবাছাইয়ে সময় নিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ভারতব্যাপী টিকা কর্মসূচি নিশ্চিতে বর্তমানে ব্যবহৃত হচ্ছে সেরাম ইন্সস্টিটিউটের উৎপাদিত কোভিশিল্ড। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘কোভ্যাক্সিন’-এর ছাড়পত্র দিলে, বাড়বে টিকাদানের পরিসর।
Discussion about this post