হার্টবিট ডেস্ক
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৬১৪ জনে।
একই দিনে করোনায় শনাক্ত হয়েছেন আর ৬৯৪ জন। দৈনিক শনাক্তের হার দুই দশমিক ৭২ শতাংশ। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৫৯ হাজার ৪৫২ জনে।
মঙ্গলবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সারাদেশের করোনা পরীক্ষা কেন্দ্রগুলোতে ২৫ হাজার ৪৯৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭০৮ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ২০ হাজার ২৯৬ জন।
মৃতদের মধ্যে এদিন ১৫ জন পুরুষ ও ৮ জন নারী রয়েছেন। এনিয়ে মৃত মোট পুরুষের সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৭১৫ জন এবং মৃত মোট নারীর সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৮৯৯ জন।
২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৯ জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন দুইজন এবং বাসায় মারা গেছেন দুইজন।
বয়সভিত্তিক বিশ্লেষণে গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে দশ বছরের মধ্যে একজন, ১১-২০ বছরের মধ্যে একজন, ৩১-৪০ বছরের মধ্যে দুইজন, ৪১-৫০ বছরের মধ্যে দুইজন, ৫১-৬০ বছরের মধ্যে দুইজন, ৬১-৭০ বছরের মধ্যে দশজন, ৭১-৮০ বছরের মধ্যে চারজন এবং ৮১-৯০ বছরের মধ্যে একজন রয়েছেন।
বিভাগ বিবেচনায় এদিন ঢাকা বিভাগের ১৩ জন, চট্টগ্রাম বিভাগের পাঁচজন, রাজশাহী বিভাগের একজন, খুলনা বিভাগের দুইজন, বরিশাল বিভাগের একজন ও ময়মনসিংহ বিভাগের একজন রয়েছেন।
Discussion about this post