হার্টবিট ডেস্ক
প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আবারো বৈকালিক স্পেশালাইজড আউটডোর চালু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ নিজেও আউটডোর সেবায় রোগী দেখছেন।
করোনা সংক্রমণ কিছুটা কমার সঙ্গে সঙ্গে অন্যান্য রোগীদের উপস্থিতি বৃদ্ধি পাওয়ায় তাদের সুবিধার্থে এই সেবা চালু করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার (৪ অক্টোবর) বিকেলে দেশের বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ ও উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ কমিউনিটি অফথালমোলজি বিভাগের বহির্বিভাগে রোগী দেখেছেন।
একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের মেডিসিন, সার্জারি, শিশু ও ডেন্টাল অনুষদের ২৪টি বিভাগে এই চিকিৎসাসেবা কার্যক্রম দেওয়া হচ্ছে। এসব বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকরা বিকেল ৩টা থেকে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে থাকেন।
রোগী দেখা শেষে উপাচার্য বিকেলে বিভিন্ন বিভাগে চলমান বৈকালিক স্পেশালাইজড আউটডোরের চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। বৈকালিক স্পেশালাইজড আউটডোর চালু হওয়ায় সেখানে আসা রোগীরা সন্তুষ্টি প্রকাশ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথসহ আরও অনেকে।
Discussion about this post