হার্টবিট ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি করা শ্রবণ প্রতিবন্ধী শিশুদের ভাষা শেখানোর মাধ্যমে স্বাভাবিক জীবনে ফেরানোর লক্ষ্যে কক্লিয়ার ইমপ্ল্যান্ট হেবিলিটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সি ব্লকের মাল্টিপারপাস হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় আলোচকরা বলেন, বিএসএমএমইউতে এ পর্যন্ত ৫৬৫ জন সম্পূর্ণ শ্রবণ প্রতিবন্ধী শিশুর কক্লিয়ার ইমপ্ল্যান্ট করা হয়েছে। এ সকল শিশুদের কথা শেখানোর মাধ্যমে তাদের পুরোপুরি সুস্থ, সুন্দর ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে নেওয়া হবে। কক্লিয়ার ইমপ্ল্যান্ট সফল করতে সার্জন, অডিওলজিস্ট, স্পিচথেরাপিস্ট এবং এ সকল শিশুর মায়েদের অন্যন্য ভূমিকা পালন করতে হয়।
তারা আরও বলেন, কক্লিয়ার ইমপ্ল্যান্ট অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসা পদ্ধতি। তবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওইকান্তিক ইচ্ছায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় সম্পূর্ণ বিনামূল্যে এ চিকিৎসাসেবা কার্যক্রম বিএসএমএমইউতে প্রদান করা হচ্ছে। এর ফলে কানে শুনতে না পাওয়া ও কথা বলতে না পারা শিশুরা কানে শুনতে পারছে ও কথা বলতে পারছে। অনেক পিতা মাতা তাদের প্রিয় সন্তানের মুখ থেকে মা-বাবা ডাক শুনতে পেয়েছেন যা তাদের জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার।
কক্লিয়ার ইমপ্ল্যান্ট প্রোগ্রাম এর প্রোগ্রাম ডিরেক্টর অধ্যাপক ডা. এএইচএম জহুরুল হক সাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপচার্য (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাক কান গলা বিভাগের চেযারম্যান অধ্যাপক ডা. মো. আজহারুল ইসলাম এবং ফরেন ফ্যাকাল্টি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ অস্ট্রিয়ার ক্রিস্টিয়ান স্টিফেন, তনিকা মাহাতো, ডাগমার হাররমান্নোভা প্রমুখ।
Discussion about this post