হার্টবিট ডেস্ক
জরুরী সময়ে সঠিক চিকিৎসার অভাবে বিভিন্ন দুর্ঘটনায় আক্রান্ত রোগীদের মৃত্যু ঝুঁকি বাড়ছে। জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে জরুরি বিভাগে সঠিক চিকিৎসার অভাবে রোগীরা একদিকে মৃত্যুর মুখে পড়ছে। অন্যদিকে প্রাণ বাঁচাতে ঢাকামুখী হতে হচ্ছে।
চিকিৎসকরা বলছেন, দুর্ঘটনার শিকার রোগীদের জরুরি বিভাগে সঠিক ও সমন্বিত চিকিৎসা দিলে কমপক্ষে ৯০ শতাংশ রোগীর জীবন বাঁচানো সম্ভব।
দুর্ঘটনায় একটি হাত ভেঙ্গে যাওয়া নারায়ণগঞ্জের ছয় বছরের এক শিশুকে নিয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে ছোটাছুটি করছেন রোগীর স্বজনরা।
জানতে চাইলেই তারা বলেন, গাছ থেকে পড়ে হাতের তিন থেকে চার জায়গায় ভেঙেছে। জেলা হাসপাতাল থেকে রোগীকে ঢাকার পঙ্গুতে পাঠানো হয়েছে।
ঢাকার পঙ্গু হাসপাতালের জরুরি বিভাগের প্রতিদিনের দৃশ্যই একই রকম। দুর্ঘটনায় হাড় ভাঙা রোগীদের একমাত্র চিকিৎসা কেন্দ্র এটি।
প্রতি মুহূর্তে রোগীর ভিড় লেগেই আছে। অধিকাংশ রোগীরই মাথা, বুক বা একই সাথে বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত অবস্থায় হাসপাতালে আসছেন।
পঙ্গু হাসপাতালের মতো, ঢাকার শ্যামলী ২৫০ বেড বক্ষ-ব্যাধি হাসপাতালও দুর্ঘটনা কবলিত রোগীদের জরুরী সেবা দিচ্ছে।
তবে, দেশের বেশিরভাগ জেলা হাসপাতালে দুর্ঘটনা কবলিত রোগীদের চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা নেই। জরুরি অপারেশন ওষুধপত্র, এমনকি জরুরি মুহূর্তে চিকিৎসকের স্বল্পতাও আছে।
তাই জরুরি বিভাগে মাল্টি অর্গান ডেমেজ ট্রিটমেন্টের চিকিৎসা বাড়ানো গেলে মৃত্যু হারও কমানো সম্ভব বলছেন চিকিৎসকরা।
Discussion about this post