হার্টবিট ডেস্ক
দেশের ১৪টি সরকারি মেডিকেল কলেজে এন্ড্রোক্রাইনোলজি ও ডায়াবেটিস বিভাগে বিদ্যমান ২৪টি পদ সৃজনের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
গত ৩০ সেপ্টেম্বর স্বাস্থ্য শিক্ষা বিভাগের পারসোনেল-১ অধিশাখার উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা বলা হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) কাছে পাঠানো ওই চিঠিতে আরও বলা হয়, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে ১৪টি সরকারি মেডিকেল কলেজে এন্ড্রোক্রাইনোলজি ও ডায়াবেটিস বিভাগে বিদ্যমান ২৪টি পদ সৃজনের জি.ও.-র কপি প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
এর অনুলিপি যুগ্মসচিবের (পার) ব্যক্তিগত কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
Discussion about this post