হার্টবিট ডেস্ক
গোপালগঞ্জের কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুব্রত সাহাকে (৩২) কুপিয়ে মারাত্মকভাবে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসােসিয়েশন (বিএমএ)। সংগঠনটির সভাপতি ডা. মােস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মাে. ইহতেশামুল হক চৌধুরী এক বিবৃতিতে এই নিন্দা জ্ঞাপন করেন।
শনিবার (২ অক্টোবর) দুপুরে বিএমএ দফতর সম্পাদক ডা. মােহা. শেখ শহীদ উল্লাহ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, গােপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (এমও ডিসি) ডা. সুব্রত সাহার ওপর বর্বরােচিত হামলার ঘটনায় বিএমএ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে।
একইসঙ্গে বিএমএ নেতারা অবিলম্বে সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টার সময়ে হাসপাতালে ফেরার পথে কিছু সন্ত্রাসী মাইক্রোবাসযােগে এসে ধারালাে অস্ত্র দিয়ে অতর্কিত ডা. সুব্রত সাহার ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে রাস্তায় ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত খুলনা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। সেখানে জরুরি অস্ত্রপাচারের পর উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে প্রেরণ করা হয়।
আহত চিকিৎসক সুব্রত সাহা জানান, তিনি প্রতিদিনের মতো বিকেলে ঘুরতে বেরিয়েছিলেন। সন্ধ্যার দিকে কাশিয়ানী বাসস্ট্যান্ড থেকে কাঁচাবাজার করে ওই সড়ক দিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় একটি মাইক্রোবাস থেকে ৫/৭ যুবক নেমে অতর্কিতভাবে কুপিয়ে আহত করে মাইক্রোবাসে পালিয়ে যায়।
Discussion about this post