হার্টবিট ডেস্ক
আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ ও জিবি হাসপাতাল নিউরোসার্জারি বিভাগে জটিল অস্ত্রোপচারে সাফল্য পেলো।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ ও জিবি হাসপাতালের কনফারেন্স হলে সংবাদ সম্মেলন করে একথা জানান চিকিৎসক সিদ্ধা রেড্ডি।
জানা গেছে, আগরতলার পার্শ্ববর্তী দক্ষিণ আড়ারিয়া শ্রীনগর এলাকার বাসিন্দা মৌসুমী বর্মন শারীরিক সমস্যা নিয়ে ৭ সেপ্টেম্বর জিবি হাসপাতালে ভর্তি হন। তার পিঠে ব্যথা ছিল। ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করলে মেরুদন্ডে টিউমার ধরা পড়ে। এরপর তাকে হাসপাতালের নিউরো বিভাগে স্থানান্তর করা হয়। এ বিভাগের চিকিৎসকরা পুনরায় পরীক্ষা-নিরীক্ষা করে অপারেশনের সিদ্ধান্ত নেন এবং ১৭ সেপ্টেম্বর জিবি হাসপাতালে মৌসুমী অস্ত্রোপচার করা হয়।
এ অস্ত্রোপচার করেন ভারতের বিশিষ্ট চিকিৎসক ডা. সিদ্ধা রেড্ডি। তাকে সহায়তা করেছেন ডা. দেবাশীষ দাস এবং অন্যান্য নার্সরা। অপারেশন করে মৌসুমীর শরীর থেকে ৩৬০ গ্রাম ওজনের টিউমার অপসারণ করা হয়। বর্তমানে তিনি সুস্থ আছে।
সিদ্ধা রেড্ডি বলেন, গত দু’বছরে এ হাসপাতলে আমি ৪৯৯টি নিউরোসার্জারি করেছি। এরমধ্যে এ সার্জারিটি অত্যন্ত জটিল ছিল।
Discussion about this post