হার্টবিট ডেস্ক
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন ১৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৫৮ জন ঢাকার এবং ৩০ জন ঢাকার বাইরের বাসিন্দা। শনিবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এসব তথ্য জানিয়েছে।
এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৬৮ জন। অক্টোবরের প্রথম দুই দিনেই হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৩৫৩ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৪ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৭৯৪ জন। বাকি ২১০ জন অন্য বিভাগে থাকেন।
গত ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ১৮ হাজার ৫৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ১৭ হাজার ৪৭৮ জন।
Discussion about this post