হার্টবিট ডেস্ক
আজ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উদ্বোধন করা হলো নারী, শিশু ও প্রতিবন্ধীদের জন্য নির্মিত বিশেষায়িত টয়লেট।
এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে বলে আশা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেলের বহির্বিভাগে এই টয়লেট উদ্বোধন করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) মো. সাইদুর রহমান ও রোটারি আন্তর্জাতিক জেলা গভর্নর রুবায়েত হোসেন। উদ্বোধন শেষে হাসপাতালের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন তারা।
ঢামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক জানান, ১৫ লাখ টাকা ব্যয়ে স্টিল মডিউলারে নির্মিত এই বিশেষায়িত টয়লেটে রয়েছে দুটি ওয়াশ বেসিন, তিনটি টয়লেট এবং একটি চেঞ্জ রুম।
টয়লেটটির জন্য প্রশিক্ষিত পরিচ্ছন্নকর্মী সার্বিক পরিষ্কারের দায়িত্ব পালন করবেন। সামান্য সম্মানীর বিনিময়ে উন্নত মানের সেবাগ্রহণ করতে পারবেন হাসপাতালে আগত নারী, শিশু ও প্রতিবন্ধীরা।
তিনি আরও বলেন, হাসপাতালে আগত মায়েদের জন্য মাতৃদুগ্ধ কক্ষ, অক্সিজেন প্ল্যান্টসহ বেশকিছু প্রকল্পের প্রস্তাবনা দিয়েছি। যারা পাশে ছিলেন, সবাইকে ধন্যবাদ।
Discussion about this post