হার্টবিট ডেস্ক
মহামারী করোনাভাইরাস মোকাবেলায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় সম্মুখযোদ্ধা চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। একইসঙ্গে করোনাকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভূমিকার প্রশংসা করেছেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর।
বুধবার (২৯ সেপ্টম্বর) বঙ্গভবনে বিএসএমএমইউ ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত শেষে এ তথ্য জানান।
প্রতিনিধি দল সূত্রে জানা যায়, রাষ্ট্রপতি করোনাকালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ভূমিকার ভূয়সী প্রশংসা করে তাদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বিএসএমএমইউর চিকিৎসাসেবা, শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আন্তর্জাতিক মানে উন্নীত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন। একইসঙ্গে করোনা রোগীদের চিকিৎসার জন্য অন্য রোগের চিকিৎসা যাতে ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রাখতে বলেছেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর।
সাক্ষাতকালে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ডের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করে বিএসএমএমইউ ভিসি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা অনুযায়ী বিশেষ করে দেশের রোগীরা চিকিৎসার জন্য যেনো দেশের বাইরে না যায়, বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
এছাড়াও তিনি রাষ্ট্রাপতিকে করোনা মোকাবিলায় বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ড, নন-কোভিড রোগীদের চিকিৎসাসেবামূলক কার্যক্রম, বিশ্ববিদ্যালয়ে কর্মরতদের জন্য আবাসিক ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে গৃহীত পদক্ষেপ ও তাদের চিকিৎসার জন্য স্বাস্থ্য কার্ডের ব্যবস্থাসহ নানা কার্যক্রমের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
সক্ষাতকালে বিএসএমএমইউ ভিসি ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাউদ্দিন ইসলাম, সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান, বিএসএমএমইউ উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ ও পরিচালক (হাসপাতাল) ব্রিগ্রেডিয়ার জেনারেল ডা. মো. নজরুল ইসলাম খান প্রমুখ।
Discussion about this post