হার্টবিট ডেস্ক
অবশেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত আরটি পিসিআর ল্যাবের এসওপি অনুমোদন দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ফলে আজ থেকেই বিমানবন্দরে করোনা পরীক্ষা করে যেতে পারবেন যাত্রীরা।
বুধবার (২৯ সেপ্টেম্বর) বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ ( বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।
তিনি বলেন, যাত্রীদের যাওয়ার ক্ষেত্রে ফ্লাইটের ছয় ঘণ্টা আগে বিমানবন্দরেই র্যাপিড পিসিআর পদ্ধতিতে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার শর্ত দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। বিভিন্ন কারণে র্যাপিড পিসিআর পদ্ধতির বদলে আরটি-পিসিআর পদ্ধতিতে যাত্রীদের নমুনা পরীক্ষার উদ্যোগ নেয়। এখন আরব আমিরাত র্যাপিড পিসিআর এর শর্ত তুলে নিয়েছে। বিমানবন্দরে ৬টি প্রতিষ্ঠান ঘণ্টায় ১ হাজার জনের পরীক্ষা করতে পারবে। জন প্রতি ১৬০০ টাকা চার্জ নেবে তারা।
যাত্রীদের ফ্লাইটের ৬ ঘণ্টা আগে বিমানবন্দরে আসতে হবে বলে জানান বেবিচক চেয়ারম্যান। তিনি বলেন, কিছু আনুষ্ঠানিকতা আছে সেজন্য যাত্রীদের হাতে সময় নিয়ে আসতে হবে। এয়ারলাইন্সগুলো আজ থেকেই যাত্রী নিতে পারবে। আর কোনও বাধা নেই। আরব আমিরাত যেতে হলে যাত্রীদের ফ্লাইটের ৪৮ ঘণ্টার মধ্যে ১ বার এবং ফ্লাইটের ৬ ঘণ্টা আগে বিমানবন্দরে করোনা পরীক্ষা করতে হবে।
Discussion about this post