হার্টবিট ডেস্ক
সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ২১৭ জন। এরমধ্যে ঢাকায় ১৭৪ জন, ঢাকার বাইরে ৪৩ জন। এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৬৭ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২ জন। আর এ মাসে রোগী ভর্তি হয়েছেন ৭ হাজার ৬৫১ জন। আগস্টে মোট রোগী ভর্তি হয়েছিল ৭ হাজার ৬৯৮ জন।
বুধবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯৮৩ জন রোগী ভর্তি আছে। এরমধ্যে ঢাকাতেই আছে ৭৭৬ জন, বাকি ২০৭ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ১৮ হাজার সাত জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১৬ হাজার ৯৫৭ জন।
Discussion about this post