হার্টবিট ডেস্ক
দ্রুততম সময়ের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ঢাবি মেডিসিন অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির চেয়ারম্যান ডা. শাহরিয়ার নবী।সোমবার(২৭ সেপ্টেম্বর) গণমাধ্যমকে তিনি এ তথ্য জনিয়েছেন।
ঢাবি প্রশাসন ফলাফল প্রকাশে তাদের পুরাতন ধারা থেকে সড়ে এসেছে জানিয়ে ডা. শাহরিয়ার নবি বলেন, ‘প্রফের ফল দিতে আগে তিন থেকে চার মাস লাগত এখন সেটা কমিয়ে আনার চেষ্টা করছি। যদি আমার সম্মনিত শিক্ষকগণ খাতা নিরীক্ষণ শেষে সঠিক উপায়ে আমাকে ফলাফল প্রদান করতে পারেন তাহলে দ্রুততম সময়েই ফলাফল প্রকাশ করতে পারবো।’
‘আমি ডিন হওয়ার পর কোনো পরীক্ষার ফলাফল প্রকাশে এক বা দেড় মাসের বেশি সময় লাগেনি। এবারের ফাইনাল প্রফের ক্ষেত্রেও আশাকরি তার ব্যতিক্রম ঘটবে না’, বলে মন্তব্য করেন ঢাবির মেডিসিন অনুষদের ডিন।
সর্বশেষ ২১ আগস্ট ওপসি পরীক্ষা এবং ৩১ আগস্ট মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে শেষ হয় এমবিবিএস চূড়ান্ত পর্বের পরীক্ষা।
প্রসঙ্গত, গত ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশিত হয়। এতে জানানো হয়, প্রত্যেক মেডিকেলের পরীক্ষা নিজ নিজ ক্যাম্পাসে অুনষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত চলবে এ পরীক্ষা।
Discussion about this post