হার্টবিট ডেস্ক
আগামীকাল মঙ্গলবার( ২৭ সেপ্টেম্বর ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে, সারাদেশে আবারো শুরু হবে গণটিকা কর্মসূচি। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে স্বাস্থ্য বিভাগ। প্রস্তুত করা হয়েছে একাধিক কেন্দ্র।
জেলা সিভিল সার্জনরা জানিয়েছেন, বয়স্ক ও অসুস্থদের পাশাপাশি যারা নিবন্ধন করে ক্ষুদে বার্তা পাননি তারাই কেবল টিকা পাবেন।
বরিশালে এবার গণটিকা কার্যক্রমে একদিনে দেড় লাখ মানুষকে প্রথম ডোজ দেয়ার টার্গেট নেয়া হয়েছে। প্রস্তুত করা হয়েছে জেলার ৯টি উপজেলা এবং ইউনিয়ন মিলিয়ে ৮৭টি কেন্দ্র।
জেলার সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন জানান, মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু হয়ে টিকা দেয়া চলবে টার্গেট পূরণ না হওয়া পর্যন্ত।
খুলনার ৯ উপজেলায় এক লাখ তেত্রিশ হাজার সিনোফার্মের টিকা দেয়া হবে। প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বসেছে তিনটি করে বুথ।
সেখানে ওয়ার্ড প্রতি বরাদ্দ থাকছে এক হাজার পাঁচশ’ টিকা। এছাড়া, সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডে থাকছে একাধিক বুথ।
বন্দর নগরী চট্টগ্রামের ১৪টি উপজেলার ২০০টি ইউনিয়ন ও মহানগরের ৪১টি ওয়ার্ডে টিকা দেয়া হবে তিন লাখ ৬৭ হাজার।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী জানান, বয়স্ক, অসুস্থদের পাশাপাশি যারা নিবন্ধন করে ক্ষুদে বার্তা পাননি কেবল তারাই পাবেন টিকা।
সিলেট বিভাগের আটশ’ কেন্দ্রে দেয়া হবে টিকা। এর মধ্যে, সিলেট মহানগরী ও উপজেলা মিলিয়ে প্রস্তুত করা হয়েছে ১৮২টি কেন্দ্র। নিবন্ধন করে টিকা নিতে অপেক্ষায় আছেন ১০ লাখ ৩৪ হাজার ২১০ জন।
Discussion about this post