হার্টবিট ডেস্ক
রাজশাহী সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডে কাল মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) করোনা টিকার বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ৩০টি ওয়ার্ডের ৮৪টি কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে।
এতে যারা রেজিস্ট্রেশন করেছেন শুধুমাত্র তাদেরকে ১ম ডোজ টিকা দেওয়া হবে। সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. এফএএম আঞ্জুমান আরা বেগম এ তথ্য জানিয়েছেন।
ড. এফএএম আঞ্জুমান আরা বেগম জানান, সিটি করপোরেশন এলাকার ৩০টি ওয়ার্ডে আগামীকাল বিশেষ করোনা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন পরিচালিত হবে। এ ক্যাম্পেইনে রেজিস্ট্রেশনকৃত ২৫ বছর ও এর ওপরের বয়সের মানুষকে ১ম ডোজ টিকা দেওয়া হবে। ৪০ ঊর্ধ্ব বয়সের মানুষকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
প্রত্যেক ওয়ার্ডে ১ হাজারের বেশি মানুষকে করোনা টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তাই যারা প্রথম ডোজ টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন, কিন্তু এসএমএস পাননি তাদেরকে এ ক্যাম্পেইনে টিকা নেওয়ার অনুরোধ জানিয়েছেন রাসিকের এ স্বাস্থ্য কর্মকর্তা।
Discussion about this post