হার্টবিট ডেস্ক
বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) ভুয়া সার্টিফিকেট দাখিল করায় ছয়জনের রেজিস্ট্রেশন বাতিল করেছে । প্রতিষ্ঠানটির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. মো. আরমান হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, প্রতারণাপূর্বক নিম্নবর্ণিত ৫ (পাঁচ) ব্যক্তি (ক্রমিক নং : ১-৫) গণপ্রজাতন্ত্রী চীনের তাইশান মেডিকেল ইউনিভার্সিটির এবং ১ (এক) ব্যক্তি (ক্রমিক নং : ৬) Samara State Medical University, Russia এর ভুয়া সার্টিফিকেট দাখিল করিয়া বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল হইতে রেজিস্ট্রেশন গ্রহণ করিয়াছেন। বিষয়টি প্রমাণিত হওয়ায় তাহাদের রেজিস্ট্রেশন বাতিল করা হইয়াছে এবং তাহাদের বিরুদ্ধে চিফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট কোট নং-১২ ঢাকাতে মামলা দায়ের করা হইয়াছে। মামলা নম্বর যথাক্রমে :- ২৭২/২১, ২৬৯/২১, ২৬৮/২১, ২৬৭/২১, ২৭০/২১ এবং ২৭১/২১।’
‘এমতাবস্থায় তাহারা নিজেদেরকে চিকিৎসক বলিয়া পরিচয় দিতে কিংবা চিকিৎসা কার্যক্রম পরিচালনা করিতে পারিবেন না। যদি চিকিৎসা কার্য চালাইয়া যান, তাহা হইলে আইন প্রয়োগকারী সংস্থাসমূহকে অবহিত করার জন্য অনুরোধ করা যাইতেছে’, বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়েছে।
Discussion about this post